সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবিতে বগুড়ায় মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৯ আগস্ট, ২০২৫

স্টাফ রিপোর্টার

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংশভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বগুড়া প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকাল ১১ টায় বগুড়ার জিরো পয়েন্ট সাতমাথায় এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কালাম আজাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি রাহাত রিটু, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ও সাইফুল ইসলাম, দৈনিক ইনকিলাব পত্রিকার আঞ্চলিক প্রতিনিধি মহসিন আলী রাজু, এটিএন নিউজ বগুড়ার ব্যুরো প্রধান চপল সাহা, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার এস এম কাওসার, দৈনিক বগুড়ার বার্তা সম্পাদক বাদল চৌধুরী, দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার আবুল কালাম আজাদ, জেইউবি’র সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রশিদ শাইন, যমুনা টেলিভিশনের বগুড়া ব্যুরো প্রধান মেহেরুল সুজন, দৈনিক উত্তরকোণ’র সম্পাদক অ্যাডভোকেট সাহেদুজ্জামান সিরাজ বিজয়, বগুড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, পাঠাগার সম্পাদক জাফর আহমেদ মিলন, বৈশাখী টেলিভিশনের বগুড়া প্রতিনিধি সুমন সরদার, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য শামীম আহমেদ, গোলজার হোসেন মিটু, শাহ আলম শেখ মুক্তার, হারুন উর রশিদ তালুকদার, সাপ্তাহিক দিনক্ষণের সম্পাদক খন্দকার আব্দুর রশিদ প্রবাল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান। এছাড়া হত্যাকাণ্ডের সময়ে ঘটনাস্থলে দায়িত্বে অবহেলার অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি জানান। সাংবাদিক নেতারা আরও বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনসহ গুম খুনের সঙ্গে জড়িত সকল অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিশ্চিত করতে হবে। এজন্য মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, আইজিপিসহ সকলের হস্তক্ষেপ কামনা করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023