বাঁধ ভেঙেছে ফেনীর পাঁচ জায়গায়, প্লাবিত অন্তত দশটি গ্রাম

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৯ জুলাই, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:গত দুই দিনের টানা বর্ষণে ফেনী শহরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। জেলার উত্তরাঞ্চলের মুহুরী ও সিলোনিয়া নদীর পাঁচটি স্থানে বাঁধ ভাঙার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৮ জুলাই) রাত ১১টা পর্যন্ত পাওয়া শেষ খবর, শহরের এলাকাগুলো থেকে পানি নামতে শুরু করেছে। তবে যেসব নিচু এলাকাগুলো রয়েছে সে সব এলাকার ঘরগুলো থেকে পানি কমলেও এখনও থাকার উপযোগী হয়নি। চরম ভোগান্তিতে দিন ও রাত পার করছেন তারা।

এদিকে মুহুরী ও সিলোনিয়া নদীর পাঁচটি স্থানে বাঁধ ভেঙে যাওয়ায় কোথাও কোথাও মুহুরী নদীর পানি বেড়িবাঁধের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত ১০টি গ্রাম। এরমধ্যে ফুলগাজীতে রয়েছে দেড়পাড়া, শ্রীপুর, মুন্সিরহাট, বরইয়া ও নিলক্ষী। আর পরশুরাম উপজেলার উত্তর ধনীকুন্ডা, মধ্যম ধনীকুন্ডা, রামপুর, দুর্গাপুর ও রতনপুর প্লাবিত হয়েছে। এছাড়া পরশুরামের বল্লামুখায় ভারত অংশে বাঁধ ভেঙে বাংলাদেশ অংশে পানি ঢুকছে বএলো জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023