গাবতলী (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার গাবতলীতে বৃহস্পতিবার (১৯ জুন) সুখানপুকুর ইউনিয়নের উত্তর সরাতলি গ্রামের যুব সমাজের আয়োজনে ঐতিহ্যবাহী আনন্দ মেলায় ঘোড় দৌড় খেলা, পাতা খেলা ও লাঠি খেলা স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। আনন্দ মেলার সভাপতি ও সাবেক ইউপি সদস্য জহুরুল ইসলামের সভাপতিত্বে খেলায় প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশরাফ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। খেলাটি উদ্বোধন করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোস্তাসিম কামাল লিটন। মেলা কমিটির সদস্য সাগর ইসলাম ও আমিরুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলন ইউপি সদস্য আহসান হাবিব রন্জু, ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর সাত্তার, ইউনিয়ন মৎস্যজীবীদলের সাধারণ সম্পাদক আবু হাসান ফেলু, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সমাজ সেবক জাহাঙ্গীর ইসলাম, সুমনসহ বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার দর্শক।