মুক্তজমিন ডিজিটাল ডেস্ক
বগুড়ার রোহান প্রেসে গোপন সংবাদের ভিত্তিতে বিড়ির নকল ব্যান্ডরোল, প্যাকেট, ফিল্টার ও লেভেল ছাপার কাজ চলছিল। র্যাবের অভিযানে অর্ধকোটি টাকার মালামালসহ হাতেনাতে চারজনকে আটক করা হয়েছে। গত বুধবার বিকেলে বগুড়া সদরের ভবের বাজার পালশা চৌকিরপাড় এলাকার প্রেস থেকে নকল ব্যান্ডরোল, লেভেল প্লেট ও ফিল্টার প্লেটসহ বিপুল পরিমাণ সামগ্রী জব্দ করে র্যাব। আটককৃতরা- বগুড়া সদরের বড় কুমিড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে নজরুল ইসলাম, ডাকুর চক মহল্লার ইনছান সরদারের ছেলে আরিফুল ইসলাম আরিফ, রাজাপুরের ইয়াছিন আলীর ছেলে সাগর মিয়া, একই এলাকার ফুলমিয়া প্রামানিকের ছেলে জিসান প্রামানিক। বৃহস্পতিবার (১৯ জুন) র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক জানান, ভবের বাজার পালশা চৌকিরপাড় রোহান প্রেসে গোপনে বিড়ির নকল ব্যান্ডরোল, প্যাকেট, ফিল্টার ও লেভেল তৈরীর তথ্য পেয়ে অভিযান চালানো হয়। ৪৭ লাখ ৮৭ হাজার টাকা মূল্যের ৫ লাখ ২৬ হাজার ৬৪০টি বিড়ির নকল ব্যান্ডরোল, আকিজ বিড়ির হার্ড শলাকার প্যাকেট ৮ হাজার ১৩১টি, নিরাপত্তা লোগো যুক্ত দুটি কালো গামটেপ, বিড়ির চারটি লেভেল প্লেট, দুটি ফিল্টার প্লেট, ১৫শ পাতা আকিজ বিড়ির ফিল্টার, ১৩ হাজার পাতা সোনালী বিড়ির ফিল্টার, ৮শ পাতা লেভেল, ৩৫০ পাতা বান্ডিল পেপার, ছয়টি লেভেল প্লেট এবং দুটি ফিল্টার প্লেট উদ্ধার করা হয়েছে। আটক চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।