স্টাফ রিপোর্টার
মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে বগুড়ায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) সকাল ৯টায় জেলা প্রশাসন, শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বগুড়ার যৌথ উদ্যোগে শহরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আঞ্চলিক শ্রম দপ্তর বগুড়ার উপ-পরিচালক মোহাম্মদ শহিদুজ্জামান। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন।
এদিকে মহান মে দিবস উপলক্ষে জেলা শ্রমিকদল দলীয় কার্যালয়ের সামনে থেকে সমাবেশের আয়োজন করে। সংগঠনের সভাপতি আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মিটুল।
এদিকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শহরের সাতমাথায় পৃথক একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজগর আলী। আরও বক্তব্য রাখেন বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, এরশাদুল বারী এরশাদ ও আনোয়ারুল ইসলাম।
এছাড়াও, সাতমাথায় জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফিজুর রহমান। সেখানে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় সদস্য ভিপি সাইফুল ইসলাম, বিএনপি নেতা ফারুকুল ইসলাম ফারুক, জাহেরুল ইসলাম, জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের সভাপতি আলমগীর হোসেন আলম, মাহমুদ শরীফ মিঠু ও লিটন শেখ বাঘা।
মে দিবস উপলক্ষে বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়ন, ট্রাক শ্রমিক ইউনিয়ন, গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়ন, লেদ শ্রমিক ইউনিয়নসহ শতাধিক শ্রমিক সংগঠন র্যালি ও সমাবেশের আয়োজন করে।