স্টাফ রিপোর্টার
বগুড়া জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশ ঢাকা আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে কাহালু উপজেলার আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ ও তার পুত্র সহ সভাপতি হাসিবুল হাসান সুরুজ কবিরাজকে গ্রেফতার করে। ডিবি পুলিশ জানায় গতকাল শনিবার পুলিশ সুপার জেদান আল মুসার সার্বিক নির্দেশনায় ডিবি ইনচার্জ এর নেতৃত্বে ডিবির একটি চৌকশ টিম গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন এলাকায় আদাবর থানা এলাকা হইতে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রুজুকৃত মামলার পলাতক আসামী আওয়ামী লীগের কাহালু উপজেলা সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ ও তার পুত্র সহ সভাপতি হাসিবুল হাসান সুরুজ কবিরাজকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হেলাল উদ্দিন কবিরাজের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ইতিপূর্বে হত্যা ও বিস্ফোরকসহ মোট ১০টি ও হাসিবুল হাসান সুরুজ কবিরাজের বিরুদ্ধেও ১০টি মামলা রয়েছে।