বিমসটেকের নৈশভোজে পাশাপাশি ড. ইউনূস ও নরেন্দ্র মোদি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট
বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংককে অবস্থান করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদি। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন তারা। নৈশভোজে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতে প্রধানমন্ত্রী নরেদ্র মোদির পাশাপাশি চেয়ারে বসা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেন। তারপরই ফেসবুকে ঘুরছে ছবিটি। ওই পোস্টে শফিকুল আলম জানিয়েছেন, এগুলো ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজের ছবি। সেখানে ছবি দেখা যায় ড. ইউনূস ও মোদির পাশাপাশি বসে থাকা অবস্থায়। অন্যদিকে, প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুকে পেজেও নৈশভোজের কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানেও তাদের দুইজনকে পাশাপাশি বসা দেখা গেছে। এদিকে, শুক্রবার (৪ এপ্রিল) বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠকে বসছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মো‌দি। বাংলাদেশের রাজনৈ‌তিক পটপ‌রিবর্তনের পর এ‌টি দুই প্রতিবে‌শীর সরকারপ্রধানের মধ্যে প্রথম বৈঠক হতে যাচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023