বুসানে মেহজাবীন হয়ে উঠলেন এক টুকরো বাংলাদেশ!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

প্রথম ছবি ‘সাবা’ নিয়ে দারুণ সময় পার করছেন মেহজাবীন চৌধুরী। কানাডার টরন্টোর পর এবার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হলো ‘সাবা’। গত ৪ অক্টোবর প্রদর্শিত হয় এটি।

এদিন সবুজ শাড়িতে উৎসব প্রাঙ্গণে দ্যুতি ছড়িয়েছেন অভিনেত্রী। ব্যাকগ্রাউন্ডে শোভা পাচ্ছিল বুসানের লাল ক্যানভাস। সব মিলিয়ে, মেহজাবীনের এই মুহূর্তটি যেন এক টুকরো বাংলাদেশ।

নির্মাতা মাকসুদ হোসাইন পরিচালিত এই ছবিতে নামভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। পাশাপাশি প্রযোজনাতেও যুক্ত রয়েছেন তিনি।

উৎসব প্রাঙ্গণ থেকে তোলা বেশ কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন মেহজাবীন। জানা যায়, আজ (সোমবার) ও ৯ অক্টোবর ছবিটির আরও দুটি প্রদর্শনী হবে। যার টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। গত ২ অক্টোবর থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ১১ অক্টোবর পর্যন্ত। এ বছর বুসানে ৬৩টি দেশের ২৭৯টি ছবি প্রদর্শিত হচ্ছে।

প্রসঙ্গত, সাবা ছবিটির দৈর্ঘ্য ৯০ মিনিট। এর আগে এটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023