বগুড়ার শাজাহানপুরে ২ জনকে কুপিয়ে হত্যা

স্টাফ রির্পোটার,বগুড়া
  • আপডেট সময় রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

বগুড়ার শাজাহানপুরের সন্ত্রাসী সাগর বাহিনীর প্রধান সাগর তালুকদারসহ ২ জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার সন্ধা ৭ টার দিকে উপজেলার শাবরুল ছোট মন্ডলপাড়া গ্রামে ভয়াবহ এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল হাটখোলা পাড়ার গোলাম হোসেনের পুত্র সাগর তালুকদার (৩৮) ও সাইফুলের পুত্র স্বপন (২৮)।
জানা গেছে, সন্ধা ৭ টার দিকে এলাকায় সন্ত্রাসী সাগর তার বাহিনীর ১০-১২ জন সদস্য নিয়ে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ২০-২৫ জনের একটি দৃর্বৃত্ত দল তাদেরকে ঘিরে ফেলে অতর্কিত ভাবে ধারালো অস্ত্র রামদা হাসুয়া দিয়ে কোপাতে শুরু করে। সন্ত্রাসী প্রধান সাগরের মৃত্যু নিশ্চিত করতে হামলাকারীরা দেহ থেকে তার মাথা বিচ্ছিন্ন করে ফেলে। এছাড়া ঘটনাস্থলে সাগরের সহযোগী স্বপনও মারা যায়। গুরুতর আহত ৮-১০ জনকে স্থানীয়রা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
উল্লেখ, সাগর তালুকদার ২০০৮ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়ে। ২৫-৩০ জন সদস্য নিয়ে গঠন করে সন্ত্রাসী বাহিনী। যা সাগর বাহিনী নামে পরিচিতি লাভ করে। আওয়ামীলীগ সরকারের সুদীর্ঘ ১৫ বছর সাধারণ মানুষ, ব্যবসায়ীদের কাছ থেকে ব্যাপক চাঁদাবাজি করে। কেউ চাঁদা না দিলে মারপিট এমনকি হত্যা পর্যন্ত করেছে। সাগরের নামে থানায় ৩টি হত্যাসহ ১৫ টি মামলা রয়েছে। সম্প্রতি কারাগার থেকে জামিনে বের হয়ে আসে সাগর তালুকদার। আওয়ামী সরকারের পতনের পর থেকে তার সন্ত্রাসী কার্যক্রম থেমে ছিল না। এলাকার পূর্বের ন্যায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছিল। এ কারণে এলাকাবাসী অতিষ্ট ছিল। এ বিষয়ে জানতে চাইলে থানার সেকেন্ড অফিসার ফারুক জানান, সন্ত্রাসী সাগরসহ তার ২ জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023