বগুড়ায় সড়ক অবরোধ করে নার্সিং কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

নার্সিং মিডওয়াইফারি কলেজের দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের অপসারণ ও বিচারের দাবীতে ২৫০ শয্যা বিশিষ্ট বগুড়া সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচী পালন করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বগুড়া নার্সিং ও মিডওয়াইফারি কলেজ শাখা ছাত্র কল্যাণ পরিষদ এই কর্মসূচী পালন করে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করেন, অফিস সহকারীসহ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ইতোপূর্বে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছিল। কিন্তু প্রশাসন এখন পর্যন্ত কোনো ব্যবস্থা না নেয়ায় হাসপাতালের সামনের সড়কে অবস্থান নিতে বাধ্য হয়েছেন তারা।

শিক্ষার্থীরা এসময় দুর্নীতাবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। হাতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড বহন করেন। ঘণ্টাব্যাপী এই কর্মসূচী চলার কারণে ব্যস্ততম এই সড়কটিতে ব্যাপক জানজটের সৃষ্টি হয়। এ সময় যান চলাচল প্রায় স্থাবির হয়ে পড়ে।

পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের অবরোধ তুলে নেয়ার অনুরোধ করলে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে ক্যাম্পাসে চলে যান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023