বগুড়ায় আতঙ্কে বাস থেকে লাফিয়ে পড়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর

স্টাফ রির্পোটার,বগুড়া
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

বগুড়ার শেরপুরে বাস ছিনতাইয়ের চেষ্টাকালে আতঙ্কে লাফিয়ে পড়ে সানজিদা সুলতানা স্বর্ণা (২২) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ধনকুণ্ডি এলাকায় এ ঘটনা ঘটে।
দুপুর ১২টার দিকে পুলিশ বগুড়া শহরতলীর দ্বিতীয় বাইপাস মহাসড়কে লিচুতলা এলাকা থেকে বাস ও সেখানে থাকা তিন নারী যাত্রীকে উদ্ধার করে। পাশাপাশি ঘটনার মুলহোতা রনি মোল্লা (২৭) নামের এক যুবককেও গ্রেফতার করে।
সানজিদা সুলতানা স্বর্ণা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বগুড়া শহরের নিশিন্দারা স্নিগ্ধা আবাসিক এলাকার তালুকদার আব্দুর রউফের মেয়ে।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী শাহ্ ফতেহ আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শেরপুরের ধনকুন্ডি এলাকার ফুড ভিলেজ রেস্টুরেন্টে যাত্রাবিরতি দেয়। এসময় বাসচালক, সুপারভাইজার হেলপারসহ অন্যান্য যাত্রীরা বাস থেকে নেমে খাবারের জন্য হোটেলের ভেতরে প্রবেশ করেন। তবে চার নারী যাত্রী বাসের ভেতরে অবস্থান করেন। যাত্রাবিরতী শেষ হওয়ার আগে অজ্ঞাতপরিচয় এক যুবক বাসের দরজা বন্ধ করে দ্রুত গতিতে চালিয়ে বগুড়ার দিকে যেতে থাকেন। এসময় বাসের ভেতরে থাকা চার নারী যাত্রী চিৎকার শুরু করেন। বাসটি শেরপুরের মির্জাপুর এলাকায় পৌঁছালে সানজিদা স্বর্ণা জানালা দিয়ে লাফিয়ে মহাসড়কে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে মহাসড়কে টহল পুলিশ তৎপর হয়ে উঠে। একপর্যায়ে শেরপুর ও শাজাহানপুর পুলিশ বাসটি থামাতে ব্যর্থ হয়। ছিনতাইকারী বাসটি নিয়ে বগুড়া শহরের দিকে না গিয়ে রংপুরের দিকে দ্বিতীয় বাইপাস মহাসড়কে ঢুকে পড়ে। পুলিশ বাসটির পিছু ধাওয়া করলে লিচুতলা এলাকায় বাস রেখে ছিনতাইকারী পালিয়ে যান। পরে পুলিশ বাস থেকে তিন নারী যাত্রীকে উদ্ধার করে। বাস তল্লাশি করে পুলিশ ড্রাইভিং সিটে একটি ওয়ালেট ও মোবাইল ফোন উদ্ধার করেন। সেই ওয়ালেটে পাওয়া জাতীয় পরিচয় পত্রের ঠিকানা অনুযায়ী বাস ছিনতাইয়ের সঙ্গে জড়িত রনি মোল্লাকে শহরের বেজোড়া এলাকা থেকে আটক করা হয়।
জেলার শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি মোল্লা জানায়, তিনি পেশায় একজন ট্রাকচালক। ঢাকার আব্দুল্লাপুর থেকে যাত্রী বেশে তিনি শাহ ফতেহ আলী পরিবহনের ওই বাসে উঠেন। তবে তার কথাবার্তা অসংলগ্ন। কি উদ্দেশ্যে বাস ছিনতাই করেছিল তা নিশ্চিত হওয়া যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023