মোটরশ্রমিক নেতা মিঠুসহ গ্রেফতার ৪, বগুড়া দুই যুবককে গুলী ও কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৯ জুন, ২০২৪

বগুড়ায় ঈদের রাতে দুই যুবককে গুলি ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত সোমবার রাত দেড়টার দিকে বগুড়া শহরের নিশিন্দারা চকর পাড়া এলাকায় এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। র‌্যাব ও পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবীর আহম্মেদ মিঠুসহ ৪ জনকে গ্রেফতার করে। পরে তাদেরকে আদালতে হাজির করা হলে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করেছেন।
নিহতরা হলেন শহরের নিশিন্দারা চকর পাড়া  এলাকার মো: দুদু শেখ এর ছেলে শরীফ ও মো: শফিকুল ইসলামের ছেলে রোমান। একই সাথে তাদের সাথে থাকা অপর বন্ধু হোসাইন ওরফে বুলেট (১৯) গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপতালে চিকিৎসাধীন রয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায়  গ্রেফতারকৃত আসামিরা হলো শহরের নিশিন্দারা খাঁ পাড়ার আব্দুল গফুরের ছেলে শেখ সৌরভ (২৩), সুলতানগঞ্জ পাড়ার ইসমাইল হোসেনের ছেলে ছাত্রলীগ নেতা আজবিন রিফাত  (১৯) ও নিশিন্দারা খা পাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে নাঈম হোসেন (২৬)। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) স্নিগ্ধ আখতার।
হত্যাকান্ডের ঘটনায় নিহত বগুড়া শহরের নিশিন্দারা চকরপাড়া এলাকার দুদু শেখ এর স্ত্রী নিহত শরিফ শেখ এর মা মোছা হেনা বেগম বগুড়া সদর থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেন, গত ১৭ জুন বিকেলে নামাজগড় হতে হাকিরমোড় গামী নির্মানাধীন রাস্তায় একটি প্রাইভেট কারের সঙ্গে তার ছেলে শরিফ শেখ, বন্ধু রুমন এর মোটর সাইকেলের সামান্য ধাক্কা লাগলে প্রাইভেট কারের ড্রাইভারের সাথে মোটরসাইকেল আরোহীদের কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। এ সময় প্রাইভেট কারের ড্রাইভার রেজাউল, রুমন ও তার বন্ধুদের দেখে নেওয়ার হুমকী দেয়। এপর রাত ১২টার দিকে তার ছেলের বন্ধু রুমন  শরিফ শেখ কে বাড়ির বাহিরে ডেকে নিয়ে যায়। রাত সাড়ে ১২টার দিকে গোলাগুলির শব্দ পেয়ে হেনা বেগমসহ প্রতিবেশীরা বাড়ি হতে বে’র হয়ে দেখেন আজবিন রিফাত সহ ২৫/৩০ জন লোক ধারালো অস্ত্র দ্বারা তার ছেলে শরিফ ও শরিফের বন্ধু রুমনকে এলোপাথারি কুপিয়ে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। আসামীগণের ধারালো অস্ত্রের কোপে শরিফ ও তার বন্ধু রুমন ঘটনাস্থলে মৃত্যু বরণ করে এবং তাদের আরেক বন্ধু হোসাইন ওরফে বুলেট (১৯) পালানোর চেষ্টা করলে আসামীদের ছোড়া গুলিতে গুরুত্বর আঘাতপ্রাপ্ত হয়। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে ভর্তি করে এলাকাবাসি।
র‌্যাব-১২ বগুড়া কার্যালয় সূত্র জানায়, বর্ণিত মামলার এজাহারনামীয় ১ নং আসামী বগুড়া শহরের আটাপাড়া, এ/পি সাং গোয়ালগাড়ী এলাকার মৃতঃ আকিল আহম্মেদের ছেলে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু কে মঙ্গলবার দিবাগত রাতে বগুড়া শহরের বাদুরতলা এলাকা হতে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামীকে সদর থানা, বগুড়ায় হস্তান্তর করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত), মো. শাহিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের ঘটনায় যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তারা হলো নিশিন্দারা খাঁ পাড়ার শেখ সৌরভ (২৩), সুলতানগঞ্জ পাড়ার আজবিন রিফাত  (১৯) ও নিশিন্দারা খা পাড়ার নাঈম হোসেন (২৬)। এর আগে ১৮ জুন মঙ্গলবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে গতকাল বুধবার আসামিদের বগুড়া সদর জুডিশিয়াল আমলী আদালতে সোপর্দ করা হলে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023