বগুড়ার আলোচিত ও চাঞ্চল্যকর ‘ব্রাজিল’ হত্যা মামলার মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

গত ৯ জুন বগুড়া শাহজাহানপুর উপজেলার সামন্তহার মোছাঃ আঞ্জুয়ারা বিবি (৬০), কাহালু থানায় অভিযোগ দায়ের করেন যে, তার ছেলে ব্রাজিল (৩৩) বিএনপি’র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। কতিপয় ব্যক্তির সাথে পুকুর চাষের বিষয়সহ রাজনৈতিক বিষয়াদি নিয়ে তার ছেলের দীর্ঘদিন যাবত বিরোধ চলমান ছিল। এরই সূত্র ধরে গত ৮ জুন রাত আনুমানিক ১০ টা ৪৫ মিনিটে তার ছেলে মোটর সাইকেল যোগে শহর থেকে বাড়ী ফেরার পথে কাহালু থানাধীন সামন্তাহার পোড়াপাড়া গ্রামস্থ ৩ রাস্তার মোড়ে পৌছালে আসামীগণ পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে পথরোধ করে চাপাতি দ্বারা আঘাত করে তাহাকে হত্যা করে। এই নৃশংস ও বর্বরোচিত হত্যা কান্ডটি সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে কাহালু থানার মামলা নং-১০, তারিখ-০৯/০৬/২৪ ধারা-১৪৩/৩৪১/৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০ রুজু হয়। ঘটনার পরপরই র‌্যাব-১২, সিপিএসসি, মামলা ছায়াতদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২, সিপিএসসি, গোপন সংবাদের ভিত্তিতে, উক্ত মামলার আসামী গাবতলী উপজেলার বেতোয়ারকান্দী এলাকায় অবস্থান করছে। গোপন সংবাদের ভিত্তিতে ১২ জুন উপশহর এলাকায় অভিযান পরিচালনা করে পিতা- মৃত মোবা পাগলা ছেলে মোঃ আকতারুল মেম্বার (৪৯) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির বাড়ি সামন্তাহার (পোড়াপাড়া), থানা-কাহালু, জেলা- বগুড়া। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, প্রায় ২ বছর পূর্বে ব্রাজিলের নেতৃত্বে তার ৫ বিঘা একটি পুকুরের মাছ বিষ দিয়ে মেরে ফেলেছিল। পরবর্তীতে এই ৫ বিঘা পুকুরটি ব্রাজিল দখল করে নিয়েছিল এবং ঐ দিন রাতেই ব্রাজীলের খালাতো ভাই মন্টু তার মেজ ছেলেকে চাকু মারে, বাড়িঘর লুট করে। এছাড়াও তাকে ৪ বার মারার চেষ্টা করেছিল এবং প্রায়ই তাকে ফোন করে বলতো বউকে বিধবা করবে। সেই ক্ষোভে সে তখন হতেই ব্রাজিলকে মারার পরিকল্পনা করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023