আদমদীঘিতে আবারো বৈদ্যুতিক মিটার চুরির হিড়িক

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

বগুড়ার আদমদীঘি উপজেলায় ইরিবোরো আবাদ মৌসুমের সেচ সম্পন্নের শেষে মুহুর্তে বিভিন্ন এলাকায় আবারো বৈদ্যুতিক মিটার চুরির হিড়িক পড়েছে। মিটার চোরেরা একটি কাগজের চিরকুটে বিকাশের মাধ্যমে টাকা চেয়েছেন। বিকাশে তাদের দাবীর টাকা পরিশোধ করলে মিটার ফেরৎ দিবে বলে চিরকুটে জানায়। গত শনিবার (২০ এপ্রিল) দিবাগত একই রাতে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বিভিন্ন ইরিস্ক্রীম থেকে ৬টি বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটে। এর দুই মাস আগে ওই এলাকা ৫০টির অধিক বৈদ্যুতিক মিটার চুরি যায়। পরে গভীর নলকুপের মালিকরা বিকাশে তাদের দাবীর টাকা পরিশোধ করে মিটার ফেরৎ নেন। এই উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইরিবোরো স্ক্রীমের গভীর ও অগভীর নলকুপ থেকে ২ শতাধিক বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটলেও পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেফতার করে কিন্ত এই চোরচক্রকে গ্রেফতার করেনা।
স্থানীয় কৃষকরা জানায়, তারা নাম প্রকাশ করলে মিটার ফেরৎ দিবেনা বরং বার বার মিটার চুরি করে হয়রানি করবে বলে হুমকি দেয় বৈদ্যুতিক মিটার চোরচক্রটি। ফলে ভয়ে তাদের সনাক্ত করা সম্ভব যায়না। গত শনিবার দিবাগত রাতে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির গোবিন্দপুর দক্ষিন মাঠ ইরিস্ক্রীরমর গভীর নলকুপ থেকে ১টি, দক্ষিন গোবিন্দপুর দক্ষিন মাঠ থেকে ২টি, কয়াকুঞ্চি পূর্বমাঠ থেকে ২টি, ও চকবাড়িয়া পশ্চিম মাঠ থেকে ১টিসহ মোট ৬টি বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেছে। ওইসব গভীর নলকুপের অংশিদাররা জানান, বৈদ্যুতিক মিটার চুরির অভিযোগ থানায় করেও কোন ফল হয়না। পুলিশের ভুমিকা নিয়েও নানা প্রশ্ন তুলেছেন অনেক কৃষক। ভরা মৌসুমে উঠতি ইরিবোরা ধানক্ষেতে আর অল্প দিন পানি সেচ দেয়া লাগতে পারে। কিন্ত এরই মধ্যে আবারো গভীর নলকুপের বৈদ্যুতিক মিটার চুরি যাওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী আবারো বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা নিশ্চিত করে বলেন, এই চোরচক্রকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান শুরু করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023