র্যাব-১২, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে, শিবগঞ্জ থানার মামলা নং-০১(০৬)৯৩, জিআর-৬০/৯৩, দায়রা নং-৯১/৯৩, ধারা-৩০২ পেনাল কোড-১৮৬০ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার ফটিকছড়ি বাজার এলাকায় অবস্থান করিতেছে। এই গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ তারিখে র্যাব-১২, সিপিসি-৩ বগুড়া ও র্যাব-৭, চট্টগ্রাম এর যৌথ অভিযানে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ আজাহার আলী (৬০), পিতা- মৃত জসমত আলী, সাং- ছাতুয়া শালুক গাড়ী, থানা-শিবগঞ্জ, জেলা- বগুড়াকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে গ্রেফতারকৃত ব্যক্তি তার প্রথম স্ত্রী জাহানারা বেগমকে হত্যা করে এবং এ সংক্রান্তে ভিকটিমের মামা আমজাদ হোসেন বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যা মামলাটি ১৯৯৩ সালে রুজু হয় এবং ১৯৯৮ সালের রায়ে উল্লেখিত ব্যক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়। আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত মামলায় সে পূর্বে গ্রেফতার হয়ে ২ মাসের অধিককাল জেল হাজতে থাকে। পরবর্তীতে জামিন নিয়ে ১৯৯৫ সালে বগুড়া ত্যাগ করে দেশের অপর প্রান্ত চট্টগ্রামে গা ঢাকা দেয়। এরপরে সে আর কখনোই বগুড়া আসেনি। ধৃত আসামী ফটিকছড়ি, চট্টগ্রামে বাবার নাম পরিবর্তন করে নতুনভাবে নিজের পরিচিতি তৈরি করে। ধৃত আসামী গ্রেফতার এড়াইতে ও মামলার সাজা হইতে পরিত্রান পাইতে স্থানীয় আত্মীয়স্বজন ও প্রতিবেশী হতে নিজেকে বিচ্ছিন্ন করে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন স্থানে দীর্ঘ ২৮ বছর আত্মগোপনে ছিলো। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শিবগঞ্জ থানা, বগুড়ায় সোপর্দ করা হবে।