আজ বুধবার দুপচাঁচিয়া উপজেলা মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু। এ উপলক্ষে প্রতিষ্ঠান চত্বরে ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুজ্জাত আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান মজনু ছাড়াও বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন মহলদার, জেলা ছাত্রলীগের সভাপতি সজিব সাহা, সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়, উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম মুন্না প্রমুখ। সমগ্র সভাটি পরিচালনা করেন, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নান্টু বর্মণ।