শিরোনাম :
রাজনীতি আমাদের পেশা নয়, কর্তব্য হিসেবে গ্রহণ করছি : জামায়াত আমির কড়াইল বস্তির বাসিন্দাদের ফ্ল্যাট দেওয়ার আশ্বাস তারেক রহমানের জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর গোটা পৃথিবীর এক নজিরবিহীন দৃষ্টান্ত বগুড়ায় গ্যাস সিলিন্ডারের দোকানে ভোক্তা অধিকারের অভিযান দশ হাজার জরিমানা বগুড়ায় আমীরে জামায়াতের জনসভা সফল করতে ১০ দলীয় জোটের সভা শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে চূড়ান্ত বৈধ প্রার্থী ৭ জন শিবগঞ্জে অবৈধ মাটি মহলে মোবাইল কোর্ট পরিচালনায় ১০ হাজার টাকা জরিমানা শাজাহানপুরে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত কিশোরের অবস্থা আশঙ্কাজনক

বগুড়ায় ডাকাতি হওয়া টাকা ও মালামালসহ তিন ডাকাত গ্রেফতার

স্টাফ রির্পোটার,বগুড়া
  • আপডেট সময় বুধবার, ১৫ মার্চ, ২০২৩

বগুড়ার শাজাহানপুরে নর্দান হ্যাচারীজ লিমিটেড থেকে ডাকাতি হওয়া সোয়া ৭০ লাখ টাকার যন্ত্রাংশসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে দু’জন ট্রাক ড্রাইভারও আছেন। গত সোমবার দিবাগত রাত ও মঙ্গলবার ঢাকার কদমতলি ও মানিকগঞ্জ জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃতরা হলেন, মানিকগঞ্জ জেলার সিংগাইরের মনছুর আলীর ছেলে ট্রাক চালক ফজলুর রহমান (৩২), ঢাকা জেলার সভারের মৃত কছিমুদ্দিনের ছেলে ইকবাল হোসেন (৩৫) ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয় কারবারী ঢাকা মহানগরের শামপুর থানার ইস্কান্দার মুন্সির ছেলে তোফাজ্জল হোসেন (৩১)।
পুলিশের দাবি তারা সবাই সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য ও শাজাহানপুরে সংঘটিত হওয়া দুর্র্ধষ এই ডাকাতির সাথে সরাসরি জড়িত।
আজ বুধবার বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী তার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
পুলিশ সুপার জানান, গত ৬ মার্চ জেলার শাজাহানপুরে নর্দান হ্যাচারীজ লিমিটেডে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটে। ৮ থেকে ৯ জন সন্ধ্যা সোয়া ৬ টার দিকে সেখানে প্রবেশ করে দারোয়ানসহ প্রতিষ্ঠানের ১৩ কর্মচারীকে অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেধে রাতভর মালামাল লুট করে। এরপর ৭ মার্চ ভোরে ডাকাতদলের সদস্যরা দুইটি ট্রাকে প্রতিষ্ঠানের ৩৯ রকমের যন্ত্র ও যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়। নর্দান হ্যাচারীজ লিমিটেডের এই প্রতিষ্ঠানটি দীর্ঘ সময় যাবত বন্ধ থাকায় ডাকাতরা সহজেই তাদের অপরাধ সংঘটিত করে।
এই ঘটনায় প্রতিষ্ঠানটির ফোরম্যান আব্দুর রহমান বাদী হয়ে শাজাহানপুর থানায় ৭ মার্চ মামলা দায়ের করেন। মামলায় ৭০ লাখ ২১ হাজার ৪৩০ টাকার মালামাল লুট হওয়ার দাবি করা হয়।
পুলিশ সুপার সুদীপ চক্রবর্ত্তী বলেন, মামলার পরেই জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযানে নামে। গোয়েন্দা তথ্য ও ছায়া তদন্তের মাধ্যমে মানিকগঞ্জ থেকে সোমবার দিবাগত রাতে দুই ট্রাক ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়। তারা নিজেরাও সরাসরি ডাকাতির এই ঘটনার সাথে জড়িত। এসময় ডাকাতির কাজে ব্যবহত তাদের ট্রাক দুইটি জব্দ করা হয়েছে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে ঢাকার কদমতলি থেকে লুট হওয়া মালামালের সিংহভাগসহ তোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করা হয়।’
পুলিশ সুপার আরও বলেন, লুট হওয়া মালামালের বাকি অংশ উদ্ধারে অভিযান অব্যাহত আছে। পাশাপাশি জড়িতদের সনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে৷ গ্রেপ্তারদের আদালতে পাঠানোর পর রিমান্ড চাওয়া হবে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী, বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ (ইন্সপেক্টর) সাইহান ওলিউল্লাজ ও শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023