বগুড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দুগ্ধজাত খাদ্য বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে সদরের এরুরিয়া বানদিঘী এলাকায় সূরা এগ্রো ফার্ম এর আয়োজনে এসব খাদ্য বিতরণ করা হয়।
বানদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস সামাদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের পুষ্টিগুন বাড়াতে দুগ্ধজাত খাবারের প্রয়োজন। মেধা বিকাশে এসব খাবার প্রতিনিয়ত তাদের দিবে হবে। সূরা এগ্রো ফার্ম যে উদ্যোগ নিয়েছে এটি অবশ্যই প্রশংসনীয়। শিক্ষার্থীদের মাঝে দুগ্ধজাত খাদ্য বিতরণ আগামী প্রজন্ম মেধাবী হিসেবে গড়ে উঠবে। তাই স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণে পুষ্টিসমৃদ্ধ ও আদর্শ খাবার হিসেবে দুগ্ধজাত খাবার বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে সূরা এগ্রো ফার্ম।
তিনি আরো বলেন গরুর দুধ আদর্শ পুষ্টিকর খাবার। তাই শিশুদের দুধ খাওয়া প্রতি আগ্রহ ও আকৃষ্ট করার পাশাপাশি নিয়মিত দুধ খাওয়ার অভ্যাস গড়ে তুলতে স্কুল মিল্ক ফিডিং শুরু করেছে বর্তমান সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, বাংলাদেশ প্রতিদিন বগুড়া অফিসের সিনিয়র রিপোর্টার আবদুর রহমান টুলু, বগুড়া জেলা টেলিভিশন রিপোর্টার্স ইউনিটের সভাপতি জি এম সজল, ব্যবসায়ী রফিকুল ইসলাম, সূরা এগ্রো ফার্মের স্বত্ত্বাধিকারী রাকিবুল ইসলাম। শেষে বিদ্যালয়ের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে দুগ্ধজাত খাবার বিতরণ করা হয়।