৯ই মার্চ বৃহস্পতিবার বগুড়ার গাবতলীতে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জনপ্রতিনিধি, সরকারি কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে নবাগত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সভাটির সভাপতিত্ব করেন ইউএনও আফতাবুজ্জামান-আল-ইমরান। সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম পিন্টু সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, ওসি সনাতন চন্দ্র সরকার, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি ধন্য গোপাল সিংহ, ইউপি চেয়ারম্যান এ্যাডঃ রফিকুল ইসলাম, ফারুক আহম্মেদ, রোকনুজ্জামান, অধ্যক্ষ সাইদুজ্জামান, অধ্যক্ষ রেজাউল বারী, ডাঃ মামুন সরকার, সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মজনু, গাবতলী ব্যবসায়িক ঐক্য পরিষদের সভাপতি ফজলুল বারী খোকন, গাবতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল হক, প্রাইমারী শিক্ষক সমিতির সভাপতি খাদেমুল ইসলাম, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা, উপজেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক নাজমা বেগম পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রণজিৎ চৌধুরী প্রমুখ। সহকারী শিক্ষা অফিসার বুলবুল আহম্মেদের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আকতার, এ্যাসিল্যান্ড মাহমুদুল হাসান, টিএইচএ ডাঃ শারমীন সুলতানা, কৃষি অফিসার মেহেদী হাসান, ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলমগীর রহমান, ইউনুছ আলী ফকির, শহীদুল ইসলাম বাবু, মজিবর রহমান আলতাব, শাহীদুল কবীর টনি, আ: রশিদ, আ: ওহাব মন্ডল, আ: মজিদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হুমায়ন আলম চান্দুসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।