বগুড়া পৌরসভার ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আল মামুনের ও তার ভাগিনা মেহেদী হাসান বাপ্পীর সাংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়ে বগুড়া প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করেন গন্ডগ্রাম এলাকার মোছাঃ সালমা আকতার।
ভুক্তভোগী সালমা আকতার বগুড়ার শাজাহানপুর উপজেলার গ-গ্রাম এলাকার মোঃ আব্দুস সামাদের মেয়ে।
সংবাদ সম্মেলনে সালমা বলেন, সে ও তার পরিবারের সদস্যরা গত ২০ ফেব্রুয়ারি বগুড়ার শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম পূর্বপাড়া এলাকার দুলুর ছেলে মোঃ বাপ্পী, মৃত মোসলেম উদ্দিনের ছেলে মোঃ আনোয়ার ও মোঃ আশিক, মৃত মোজামের ছেলে মোঃ শাকিল, মৃত কিয়ামুদ্দিনের ছেলে মোঃ রুহুল আমিন, এবং মোমিনের ছেলে মোঃ রিপনদের মাধম্যে জুলুম, অত্যাচার, নির্যাতন, মারপিট, লুটপাট, বাড়ী ঘর ভাংচুর, অস্ত্র দেখিয়ে ভয় এবং মিথ্যা মামলায় হয়রানী করে।
এ ঘটনায় সাংবাদিক সম্মেলন করলে মোঃ বাপ্পী ক্ষুব্ধ হয়ে গত ৪ মার্চ পাল্টা সাংবাদিক সম্মেলন করে। যা গত ৫ মার্চ দৈনিক করতোয়াসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। উক্ত পাল্টা সাংবাদিক সম্মেলনের লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, “ আমি ছালমা আক্তার ও আমার দুই বোন ব্যক্তিগতভাবে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় এলাকাবাসী অতিষ্ট। যার কারণে এলাকাবাসীর মা- বোনদের সম্মান নিয়ে চলাফেরা করা কঠিন হয়ে পড়েছে। এবং আমার ভাই ভূমিদস্যু নুরনবী ও মোঃ নুর আলম ওরফে নুরে চোর অসহায় দরিদ্র মানুষের জমি-জমা, চাঁদাবাজীসহ অন্যান্য অপকর্মে অতিষ্ট হয়ে মানববন্ধন করেছিল। সেই মানববন্ধনের উপস্থিতি প্রমান করে আমাদের কর্মকান্ড সবার সামনে আনা ছাড়া অন্য কোন উপায় ছিল না”।
এই পাল্টা সাংবাদিক সম্মেলনের বক্তব্য আমিসহ আমার পরিবারের সদস্যরা পড়ার পর মানষিকভাবে ভেঙে পড়েছি। উক্ত পাল্টা সাংবাদিক সম্মেলনের লিখিত বক্তব্য সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রনোদিত, বাস্তবতা বর্জিত এবং মিথ্যা দাবী আদায়ের এক অপকৌশল ছাড়া আর কিছুই না। কারণ আমি এবং আমার দুই বোন কোন অসামাজিক কর্মকান্ডের সাথে জড়িত নই। কিংবা আমাদের চলা-ফিরায় কোন অসামাজিক কর্মকান্ড অদ্যবধি সমাজে প্রকাশ পায় নাই কিংবা আমার ভাই নুরনবী ও মোঃ নুর আলম আদৌ কোন চুরি, চাঁদাবাজী কিংবা কারো জমি জোরপূর্বক জবর দখল করে নাই।
আমার দুই ভাই পেশায় ট্রাক ড্রাইভার। তারা কাজের জন্য অধিকাংশ সময়ই বাহিরে থাকে। আমাদের পরিবার অত্যন্ত শান্তিপূর্ণ ও শান্ত সৃষ্ট পরিবার।
মূলতঃ পাল্টা সাংবাদিক সম্মেলনকারী মোঃ বাপ্পীদের আমাদের পরিবারের প্রতি কু-নজর পড়িবার পর থেকে আমরা দীর্ঘ প্রায় ১০ থেকে ১২ বছর যাবৎ দুধর্ষ সন্ত্রাসী, চোর, কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং ভূমিদস্যু মোঃ বাপ্পীদের মাধ্যমে অমানুষিক জুলুম, নির্যাতনে অতিষ্ট। মোঃ বাপ্পী এবং তার মামা ১৩নং ওয়ার্ড কাউন্সিল’র আল মামুন তাদের কু-কর্ম ঢাকার জন্য আমার ও আমার পরিবারের বিরুদ্ধে কখনো মানববন্ধন, কখনো সাংবাদিক সম্মেলন, কখনো পাল্টা সাংবাদিক সম্মেলন করতেছে। এমতাবস্থায় মোঃ মেহেদী হাসান বাপ্পীদের মাধ্যমে গত ৪ মার্চ পাল্টা সাংবাদিক সম্মেলনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে আমাদের জান-মাল রক্ষার্থে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর কাছে আমার পরিবারের প্রতি সুদৃষ্টি রাখার আবেদন জানাচ্ছি।