রোববার বগুড়ার গাবতলী সদর ইউনিয়নের উনচুরখী গ্রামের ৮ও ৯ নং ওয়ার্ডে খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ভোক্তাদের মাঝে ১৫টাকা কেজি দরে মাসিক ৩০কেজি চালের রেশন কার্ড বিতরণ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারুক আহম্মেদ ফারুক। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আ: মজিদ প্রামানিক, গাবতলী সদর ইউনিয়ন স্বে”ছাসেবকলীগের সভাপতি পলাম মিয়া, গণ্যমান্যদের মধ্যে ছিলেন গোলাম রহমান, জিন্না মন্ডল, আ: বাছেদসহ সুবিধাভোগীরা।