বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ এর ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেন্দ্ৰীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ ২৭ ফেব্রুয়ারী বিকেলে বগুড়া জেলা দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। পরে এক আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন দলীয় নেতা কর্মীবৃন্দ। এ উপলক্ষে এক আলোচনা সভা জেলা সভাপতি হেফাজত আরা মিরা সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন সাবিয়া সাবরিনা পিংকী। সভায় নেতৃবৃন্দ বলেন, মহিলা আওয়ামী লীগ দেশের বৃহত্তম মহিলা সংগঠন। এ সংগঠনই দেশের মহিলাদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়নে পুরুষের পাশাপাশি মহিলারা ব্যাপক অবদান রাখছে। যার কারণে জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে মহিলাদের আসিন করেছেন। আগামী দিনে দেশের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য যে নির্দেশনা আসবে বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগ তা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।