বৃহস্পতিবার ৯ (ফেব্রুয়ারী) বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি (অসকস) সুখানপুকুর ইউনিয়ন শাখার অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন প্রধান অতিথি অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার রবিউল ইসলাম। উদ্বোধন শেষে অসকস সুখানপুকুর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অসকস গাবতলী উপজেলা শাখার সভাপতি অব: সার্জেন্ট কাশেম আলী, সহ-সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন , ইব্রাহিম হোসেন, বীর মুক্তিযোদ্ধা বাবুল হোসেন, আব্দুল মতিন, মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম, দৌলতুজ্জামান, আনোয়ার হোসেন, আবুল খায়ের, মোস্তাফিজার, বেলাল হোসেন, আবু বক্কর সিদ্দিক, ইউপি সদস্য সারোয়ার জাহান মিলন, আবু বক্কর সিদ্দিক প্রমুখ। উক্ত আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে আব্দুল মান্নানকে সভাপতি ও আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক এবং বাবুল হোসেন কে সাংগঠনিক সম্পাদক করে অসকস সুখানপুকুর ইউনিয়ন শাখার কমিটি ঘোষণা করা হয়।