বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ৫ জন আহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ ফেব্রæয়ারি) রাত পৌণে ৯টার দিকে সদর উপজেলার স্টেশন রোডের হরিজন কলোনী এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, বগুড়ার শাজাহানপুর উপজেলার চকদোহার এলাকার মৃত অজির আকন্দের ছেলে মোঃ বাসেদ (৬৫), বগুড়া সদর উপজেলার হোটেল ব্যবসায়ী সেউজগাড়ী এলাকার বাছেদ মন্ডলের ছেলে রিয়াদ মন্ডল (২৪), একই এলাকার মো: রাজিবের ছেলে সামিত সামিউল (২১) ও মো: বাবুর ছেলে বাপ্পি (২১) ও চকসূত্রাপুর এলাকার হজরত আলীর ছেলে মো: রাশেদ (২৫)।
জানা গেছে, মঙ্গলবার রাতের সাড়ে ৮ টার দিকে বগুড়া সদও উপজেলার খান্দার এলাকার তরু নামের এক যুবকের মোটরসাইকেলের সাথে আহত রিয়াদের মোটরসাইকেল সামনা-সামনি ধাক্কা লাগে। এসময় তাদের মাঝে ঝামেলা সৃষ্টি হলে স্থানীয় লোকজন তাদের বাধা দেয় এবং তারা সেখান থেকে চলে আসে। এরপর রাত পৌণে ৯ টার দিকে আবারও আগের ঘটনাকে কেন্দ্র করে তরুসহ কয়েকজন মিলে তাদের ওপর ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বর্তমানে তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে রিয়াদ মন্ডলের অবস্থা গুরুতর।
এ বিষয়ে স্টেডিয়াম পুলিশ ফাঁড়ীর ইনচার্জ হরিদাস মন্ডল জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এখনও থানায় আহতদের পরিবার কোন লিখিত অভিযোগ করেনি। দুর্বৃত্তদের শনাক্ত করেছি। গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ।