বগুড়ার শিবগঞ্জে মিনতি নামে ২সস্তানের জননী গৃহবধূ কর্তৃক ২সস্তানের জনক এরশাদ আলীর গোপনাঙ্গ কর্তন। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু। এ ঘটনায় গৃহবধু মিনতিকে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে গত সোমবার (৬ ফেব্রæয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কিচক ইউনিয়নের মাদারগাছি গ্রামে। ওই গ্রামের জনৈক মোঃ রুবেল হোসেনের স্ত্রী ২সস্তানের জননী গৃহবধূ মিনতি (২৫) এর সহিত একই গ্রামের মৃত্যু হাফিজার রহমান (হারেজের) ছেলে ২সস্তানের জনক লম্পট এরশাদ আলী (৪০) দীর্ঘদিন থেকে অবৈধ সম্পর্ক গড়ার জন্য কু প্রস্তাব দিয়ে আসছিল। এনিয়ে মিনতির দায়ের করা মামলায় কিছুদিন পূর্বে জেল থেকে জামিন নিয়ে আসে এরশাদ। গ্রামবাসী সুত্রে জানা যায়, ঘটনারদিন সন্ধ্যায় মিনতিকে বাড়িতে একা পেয়ে শয়ন ঘরে নিয়ে গিয়ে অনৈতিক কাজের চেষ্ঠা করে এরশাদ। এক পর্যায়ে এরশাদ এর গোপনঙ্গ কেটে ফেলে। আহত এরশাদ কে প্রতিবেশি লোকজন মমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। চিকিৎসাধীন অবস্থায় অধিক রক্তক্ষননে সোমবার ভোরের দিকে এরশাদের মৃত্যু হয়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনজুরুল আলম, এরশাদ এর মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, তাৎক্ষনিক ঘটনার খবর পেয়ে পুলিশ ওই গৃহবধুকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।