পত্নীতলায় র‌্যাবের অভিযানে পাঁচ ভুয়া চিকিৎসক আটক

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় র‌্যাব-৫ অভিযান চালিয়ে পাঁচ ভুয়া চিকিৎসকে গ্রেপ্তার করেছে। র‌্যাব তাদের কাছ থেকে বিভিন্ন ধরণের চিকিৎসা কাজে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করে। আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-৫ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। সোমবার সন্ধ্যায় উপজেলার নজিপুর পৌর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেফতারকৃতরা হলেন- পত্নীতলা উপজেলার পুইয়া গ্রামের রাজকুমার চৌধুরীর পুত্র চপল চৌধুরী (২৬), চকশিবরাম গ্রামের ভারুভূষণ সরকারের পুত্র গোলাপ কুমার সরকার (৩২), আমবাটি গ্রামের হাফিজুর রহমানের পুত্র আবুল কাশেম মিঠু (৩৯), বালুঘা পূর্বপাড়া গ্রামের মৃত আবুল কালাম আজাদের পুত্র মোশারফ হোসেন রাজু (৩২) ও শাজিপুর পুরাতন বাজার এলাকার শাহিনুর রহমানের পুত্র গোলাম সারোয়ার সোহান (২৯)। র‌্যাব জানায়, সোমবার জয়পুরহাট ক্যাম্প কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানার নেতৃত্বে পত্নীতলা উপজেলার নজিপুর পৌর বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় দুইটি জাল অটো সিন, বিভিন্ন সিন ১৫০টি, ৬টি প্রেসক্রিপসন প্যাড, ৫টি সার্জিকেল টুলবক্স, ৬টি রক্তচাপ মেশিন, ৪টি সার্জিকেল কাচি, ৬টি স্টেথোস্কোপ এবং ১টি চোখের দৃষ্টি মাপা যন্ত্রসহ চিকিৎসা কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। এসময় ৫ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা নিজেদের ফার্মেসির দোকানে চেম্বার বসিয়ে কোনো ধরণের ডিগ্রি ছাড়াই রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। এদের কেউ শরীরের ভাঙ্গা হাড়ের সার্জিক্যাল প্লাস্টার আবার কেউ মা ও শিশু বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিতেন। আসামিদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মামলা দায়ের হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023