আর্জেন্টিনার গোলে উল্লাস করতে গিয়ে প্রাণ গেল যুবকের

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনা দ্বিতীয় গোল দেওয়ার পর উল্লাস করতে গিয়ে রাকিব হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে যশোরের ঝিকরগাছায় নিমার্ণাধীন সেতুর রডে বিদ্ধ হয়ে তার মৃত্যু হয়।

রাকিব ঝিকরগাছা পৌরসভার মাগুরাপট্টি ধোপাপাড়া এলাকার আসলাম হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখতে ঝিকরগাছার কৃষ্ণনগর এলাকায় দুই সেতুর মাঝে বঙ্গবন্ধু পার্কে বড় পর্দার ব্যবস্থা করা হয়। ফ্রান্সের সঙ্গে খেলায় প্রথমার্ধে আর্জেন্টিনার আনহেল দি মারিয়া দ্বিতীয় গোল দেওয়ার পর সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। এ সময় উৎফুল্ল রাকিব পা পিছলে পার্কের ঢালু পাড় থেকে নিচের নির্মাণাধীন সেতুর ওপর পড়ে যান।

এর ফলে পিঠে রড বিঁধে মারাত্মক আহত হন রাকিব। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, ‘মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023