বগুড়ার নন্দীগ্রামে ছাত্রলীগের মিছিলে ককটেল হামলা মামলার আসামী স্থানীয় বিএনপির সংসদ সদস্যের সাথে একটি বিদ্যালয় ভবন নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে ছিলেন। এঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্রলীগের নেতা কর্মীরা।
জানা গেছে, গত ২০ নভেম্বর বিকেলে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় ফিলিং স্টেশনের সামনে ছাত্রলীগের মিছিলে ককটেল হামলা করে বিএনপির নেতা কর্মীরা। সে ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শুভ আহম্মেদ বাদী হয়ে বিএনপির ২০ জন নেতাকর্মীর নামে থানায় মামলা দায়ের করেন। মামলার তিন নম্বর আসামী উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। মামলা দায়ের হওয়ার পর থেকে তিনি পলাতক।
রবিবার (২৭ নভেম্বর) দুপুরে তাকে দেখা যায় নন্দীগ্রাম উপজেলার বুড়ইল সরকার প্রাথমিক বিদ্যালয়ে বগুড়া-৪ আসনের বিএনপির সংসদ সদস্য মোশারফ হোসেনের সাথে। বুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য মোশাররফ হোসেন। অনুষ্ঠানে আলাউদ্দিন সরকার উপস্থিত থেকে ফটো শেসন করেন। এসময় উপজেলা প্রকৌশলী শাহ-রিদ-শাহনেওয়াজ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শুভ আহমেদ জানান, বিএনপির এমপির সঙ্গে বিস্ফোরক মামলার আসামী প্রকাশ্যে বিদ্যালয় ভবন নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানের ছবি ফেসবুকে দেখে আমরা হতভম্ব। অবিলম্বে ছাত্রলীগের মিছিলে ককটেল হামলা মামলার আসামীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, মামলার আসামীরা পলাতক রয়েছে। এখনো জামিন হয়নি। মামলার আসামীকে নিয়ে বুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর উদ্বোধন এমপি করেছে আমার জানা নেই। তবে খোঁজ খবর নিয়ে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।