ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা থানার দ্রুত বিচার আইনের মামলার পলাতক আসামী রকিব হোসেনকে (৩৫) ওয়ারেন্টমূলে গাজীপুর থেকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ।
রোববার দুপুরে তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। এরআগে শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। রকিব উদ্দিন নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের দোহার গ্রামের মনসুরুল হকের ছেলে।
পুলিশ জানিয়েছে, রমনা থানার দ্রুত বিচার আইনের মামলায় দীর্ঘদিন পলাতক ছিল রকিব। নন্দীগ্রাম থানায় গ্রেফতারী পরোয়ানা এলে এএসআই মামুনুর রশিদ ও এএসআই রেজেক আলী গোপন তথ্যের ভিত্তিতে গাজীপুরের সখিপুর এলাকায় র্যাব-১ উত্তরার সহযোগিতায় অভিযান চালিয়ে রকিব হোসেনকে গ্রেফতার করে।