টাঙ্গাইলে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৬

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু পুর্বপাড় এলাকায় বাস ও প্রাইভেটকার সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ৪০ জন।

বৃহস্প‌তিবার দুপুর সাড়ে ১২টার‌ দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষ‌ণিকভাবে হতাহ‌তদের নাম-প‌রিচয় পাওয়া যায়‌নি।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপ‌ক্ষের সহকা‌রী সি‌কিউ‌রি‌টি অ্যান্ড সেফ‌টি ম‌্যানেজার মো. র‌ফিকুল ইসলাম বলেন, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একতা প‌রিবহনের এক‌টি বাস বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পরই ব্রেক ফেল ক‌রে। এতে বাস‌টি নিয়ন্ত্রণ হা‌রিয়ে ঢাকাগামী লেন থেকে উত্তরবঙ্গগামী লেনে উল্টে গিয়েএক‌টি মাইক্রোবাসের ওপর উঠে পড়ে। এতে ঘটনাস্থনেই ছয়জনের মৃত‌্যু হয়েছে।

এখনো উদ্ধার কার্যক্রম চলছে। আহতদের বি‌ভিন্ন ক্লি‌নিকসহ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023