বগুড়ায় পিস্তল ও দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

বগুড়ার কাহালুতে ডাকাতির প্রস্তুতির সময় একটি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি ভর্তি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
গত বৃৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে ডিবি অভিযান চালিয়ে দূর্গাপুর-তালোড়া সড়কের ছাতিয়ানতলা কালভার্টের দক্ষিণ পাশে রাস্তার উপর থেকে এই রোড সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন বগুড়ার সদর উপজেলার খান্দার বিলেরপাড় এলাকার আব্দুল ওয়াদুদের পুত্র রাব্বি হাসান (২২), মৃত জাকির হোসেন সুমনের পুত্র ইসমাইল হোসেন তরু(২১), মালগ্রাম দক্ষিণপাড়ার আনোয়ারের পুত্র হাবিবুর রহমান রনি (২৫), মালগ্রাম চাপড়পাড়ার মোয়াজ্জেম হোসেনের পুত্র মোমিন(২১), ঠনঠনিয়া নতুনপাড়ার রাজ আহম্মেদের পুত্র আহসান হাবিব (২০), আমিনুর রহমান রিবুর পুত্র ফারদিন চৌধুরী (২২), খান্দার ভিআইপি রোড এলাকার মাসুদ বেপারীর পুত্র রাহুল খান কারিম (২১), ঠনঠনিয়া হিন্দুপাড়ার মিন্টু সরকারের পুত্র শ্রী অনন্ত সরকার (২১)।
বগুড়া ডিবি পুলিশের বার্তায় বলা হয়েছে গ্রেফতারকৃতদের কাছে একটি ৭.৬৫ বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, একটি কাঠের বাটযুক্ত রাম দা, দুইটি বার্মিজ চাকু, একটি প্লাস্টিকের রশি, একটি সচ্ছ স্কচটেপ ও একটি বাজার করা প্লাস্টিকের ব্যাগ।
কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আমবার হোসেন জানান, এ ঘটনায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023