বগুড়ায় খোলা বাজারে ৩০ টাকা দরে চাল বিক্রি শুরু

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

বগুড়ায় খোলা বাজারে (ওএমএস) চাল বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় বগুড়া সদর উপজেলার সাবগ্রাম রেলগেইটে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক জিয়াউল হক।

জেলা প্রসাশক তার বক্তব্যে বলেন, সারাদেশের ন্যায় বগুড়াতেও খোলাবাজারে চাল বিক্রি শুরু হয়েছে। চালের মান ভাল। এর মাধ্যমে নিম্ন আয়ের মানুষেরা সুবিধা ভোগ করতে পারবেন।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আশ্রাফুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল মজিদ, সদর উপজেলা এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন।
বগুড়া সাবগ্রামের বাসিন্দা চাল কিনতে আসা আবদুল আজিজ জানান, বগুড়ার বিভিন্ন বাজারে ৬০-৭০ টাকা কেজি দরে চাল কিনতে হয়। এখানে এসে সরকারি দর ৩০ টাকা কেজিতে চাল কিনতে পারলাম। কম দামে চাল কিনতে পেরে তিনি অনেক খুশি।

জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, বগুড়া জেলার ৫২টি কেন্দ্রে ডিলারের মাধ্যমে ওএমএস এর চাল বিক্রি শুরু হয়েছে। এর মধ্যে বগুড়া সদরে ১৩টি কেন্দ্র, ক শ্রেণির পৌরসভা দুপচাঁচিয়া, সান্তাহার, শেরপুর ও নন্দীগ্রামে ৪টি করে ১৬টি কেন্দ্র এবং বাকি পৌরসভায় তিনটি করে কেন্দ্র এবং শাজাহানপুর উপজেলায় দুইটি কেন্দ্রে চাল বিক্রি করবেন ডিলাররা। প্রতিদিন ডিলাররা তাদের কেন্দ্র দুই টন করে চাল বিক্রি করবেন। এর মাধ্যমে ক্রেতারা সর্বোচ্চ পাঁচ কেজি করে চাল কিনতে পারবেন। প্রতি কেজি চালের দাম ঠিক করা হয়েছে ৩০ টাকা।

বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আশ্রাফুজ্জামান জানান শুক্র ও শনিবার বাদে সপ্তাহে পাঁচ দিন এ কর্মসূচি সকাল ৯টা বিকাল ৫টা পর্যন্ত চলবে। তিন মাসব্যাপী এ কর্মসূচিতে সাধারণ ক্রেতার পাশাপাশি যারা টিসিবির কার্ডধারী তারাও এ চাল কিনতে পারবেন। এর মাধ্যমে প্রতিদিন ২০ হাজার ৮০০ ক্রেতা সুবিধা পাবেন বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023