বগুড়ায় জাতীয় শোক দিবস পালিত

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় সোমবার, ১৫ আগস্ট, ২০২২

আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস। জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে বগুড়ায় পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ৮টায় বগুড়া জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে বটতলায় বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে পুষ্পস্তবক অর্পন উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক। জেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর পক্ষে পুষ্পস্তবক অর্পন করা হয়।

ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বগুড়া জেলা পুলিশ, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়া জেলা পরিষদের প্রশাসক ডাঃ মকবুল হোসেন, নির্বাহী কর্মকর্তা আশরাফুল মোমিন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগ, সিআইডি পুলিশ সুপার কাউছার সিকদার, বগুড়া জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন আহম্মেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল, বগুড়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী গোলাম মোরশেদ, দৈনিক করতোয়ার সম্পাদক মোজ্জাম্মেল হক লালু, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু , বগুড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, বাসস বগুড়া জেলা প্রতিনিধি এ এইচ এম আকতারুজ্জামান, বাংলাদেশ প্রতিদিন বগুড়া অফিসের নিজস্ব প্রতিবেদক আব্দুর রহমান টুলু, বগুড়া প্রেস ক্লাবের পাঠাগার সম্পাদক এইচ আলীম, ক্রীড়া সম্পাদক লতিফুল করিম, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ মিল্লাত হোসেন।

পুষ্পস্তবক অর্পন শেষে বগুড়া সাতমাথায় জেলা পরিষদের বাস্তবায়নে মুজিব মঞ্চের পাশে বঙ্গবন্ধুর মুরালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বগুড়া জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর বগুড়া জেলা আওয়ামী লীগের আয়োজনে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উপস্থিতিতে শোক র‌্যালি বগুড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে সাতমাথাস্থ মুজিব মঞ্চে শোক সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মজিবর রহমান মজনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সহসভাপতি টি জামান নিকেতা, অ্যাডভোকেট মকবুল হোসেন মুুকুল, অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তপন কুমার চক্রবর্তী, প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফী হিরো, যুবলীগের সভাপতি শুভাষিশ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত। এরপর সকাল ১০টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023