বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়ন পরিষদ নির্বাচন ইভিএম পদ্ধতিতে শুরু হয়েছে ভোট উৎসব। বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে।
সকালেই ভোটারদের দীর্ঘ লাইন রয়েছে কেন্দ্রে কেন্দ্রে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটার উপস্থিতিও। উপজেলার দোহার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোটের এমন চিত্র দেখা গেছে।
জানা গেছে, বুড়ইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যসহ মোট ৫৪ জন প্রার্থী ভোটযুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে ৬ চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত মোফাজ্জল হোসেন মন্ডল (নৌকা), বিদ্রোহী প্রার্থী আহসানুল হক (মোটর সাইকেল), স্বতন্ত্র প্রার্থী যথাক্রমে জিয়াউর রহমান জিয়া (অটোরিকশা), আব্দুল মালেক (চশমা), রুহুল আমিন হিমেল (আনারস), ভবেশ চন্দ্র সরকার (ঘোড়া)।
ভোট গ্রহণ উপলক্ষে মোতায়েনকৃত আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্যরা রয়েছে সতর্ক অবস্থানে। ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি বিজিবি ও আনসার সদস্য, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতও মাঠে চষে বেড়াচ্ছে। আইন শৃঙ্খলাবাহিনীর তথ্যমতে, উপজেলার বুড়ইল ইউনিয়নে ১৬ কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে। এরমধ্যে ৮ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায় রাখা হয়েছে। এই ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৩২৬। এরমধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৫৬ জন ও নারী ভোটার ১৫ হাজার ২৭০ জন।
নন্দীগ্রাম উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুস সালাম বলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে প্রত্যাশা করছি। নির্বাচন চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে।