সোমবার বিকালে দুপচাঁচিয়া থানা পুলিশ প্রশাসনের আয়োজনে নাগর নদের নাগর তরীর উদ্বোধন করেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার আদমদীঘি সার্কেল নাজরান রউফ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। এসময় সহকারি কমিশনার (ভূমি) রুপম দাস, থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, তালোড়া পৌরসভার মেয়র আমিরুল ইসলাম বকুল, বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল মজিদ, বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আমিনুল মহলদার আমিন, জাতীয় শ্রমিকলীগের সভাপতি আশরাফ আলী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তা সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।