গত রোববার দিনগত রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি সহ দু’জনকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের কোঁচপুকুরিয়া গ্রামে অভিযান চালিয়ে মৃত ছালাম প্রামানিকের ছেলে পারিবারিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল মতিনকে (৪৫) গ্রেফতার করেছেন। একই রাতে পুলিশ অটোভ্যান চুরি মামলার পলাতক আসামি জিয়ানগর মিঞাপাড়া গ্রামের মৃত তৌজি খন্দকারের ছেলে কামরুল ইসলাম খন্দকারকে (৫০) গ্রেফতার করেছে। পুলিশ গ্রেফতারকৃত আসামিদ্বয়কে গতকাল সোমবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।