মা হতে চলেছেন সোনম কাপুর। সে হিসেবে নানা হচ্ছেন অনিল কাপুর। আগামী আগস্ট মাসেই নানা হবেন তিনি। অন্তঃসত্ত্বা মেয়ের ছবি পোস্ট করে নিজের অনুভূতি প্রকাশ করলেন ‘মিস্টার ইন্ডিয়া’।
অনিল তার লেখার সঙ্গে টুইটে চারটি ছবি পোস্ট করেছেন। যে চারটি ছবি আনন্দ আর সোনমও পোস্ট করেছেন সোমবার সকালে। দুপুরে সেই ছবিগুলিই পোস্ট করলেন হবু নানা।
টুইটে এই হবু নানা লেখেন, ‘সব থেকে মজাদার ভূমিকার জন্য প্রস্তুতি নিচ্ছি। দাদু হতে চলেছি আমি। আমাদের সকলের জীবন পালটে যাবে! আর তার জন্য কৃতজ্ঞ আমি।’
শেষে মেয়ে-জামাইকে উল্লেখ করে লিখলেন, ‘এই সুখবরটি দিয়ে তোমরা যে আমাদের কতটা আনন্দ দিলে, কী করে বোঝাব!’