শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ২১ মার্চ, ২০২২

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। সোমবার সকালে নদীতে তল্লাশি অভিযানের সময় নদীর তীরে শাহ সিমেন্ট এলাকা থেকে একজন পুরুষের মরদেহ করা হয়।

মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তবে তার বয়স ৩০ এর কাছাকাছি হবে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার গোলাম মোস্তফা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শীতলক্ষ্যার তীরের শাহ সিমেন্ট এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।’

এর আগে রোববার সন্ধ্যায় নদী থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস সদস্যরা। তাদের মধ্যে দুজন নারী, দুজন শিশু ও দুজন পুরুষ। পাঁচজনকে নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। একজনকে হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, ৫০ জন যাত্রী নিয়ে এল এম আশরাফ উদ্দিন নামের লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ যাচ্ছিল। সদর উপজেলার আলামিন নগর এলাকায় রোববার দুপুর ২টার দিকে সিটি গ্রুপের জাহাজের ধাক্কায় এটি ডুবে যায়।

নারায়ণগঞ্জ লঞ্চ মালিক সমিতির সভাপতি বদিউজ্জামান বলেন, ‘লঞ্চটি নারায়ণগঞ্জের সেন্ট্রাল খেয়াঘাট থেকে যাত্রী নিয়ে মুন্সীগঞ্জ যাচ্ছিল। সিটি গ্রুপের মালিকানাধীন রূপসী-৯ কার্গো জাহাজ একে ধাক্কা দেয়। এতে লঞ্চটি ডুবে যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023