রূপপুর প্রকল্পে কর্মরত ২ রুশ নাগরিকের মৃত্যু

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

এক সপ্তাহের ব্যবধানে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে কর্মরত আরও দুই রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন সিঁড়ি থেকে পড়ে এবং অন্যজনের মৃত্যু হয়েছে নিজ কক্ষে।

শুক্রবার দিবাগত রাতে রূপপুর প্রকল্পের আবাসন এলাকা গ্রীন সিটিতে এ দুজনের মৃত্যু হয়। রূপপুর প্রকল্প সূত্র ও ঈশ্বরদী থানার পুলিশ তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ সূত্র জানায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের ‘টেস্ট রোসেম’ নামের একটি প্রতিষ্ঠানে চুকিন পাভেল (৫৯) নামের রুশ নাগরিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তিনি গ্রিনসিটির একটি কক্ষে থাকতেন। শুক্রবার রাত তিনটার দিকে তার ফ্ল্যাটের কক্ষে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন দুই সহকর্মী। পরে গ্রিনসিটি ও রূপপুর প্রকল্পসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

এদিকে রাত ২টার সময় টলমাচেফ ভায়াচেস্লাভ (৫০) নামের একজন রুশ নাগরিক গ্রিনসিটির সিঁড়ি বেয়ে নিচে নামার সময় পা পিছলে পড়ে গিয়ে মারা যান। গ্রিনসিটি আবাসিকের ১২ নম্বর ভবনের ১৪ তলায় একটি কক্ষে থাকতেন তিনি। খবর পেয়ে পুলিশের সহযোগিতা নিয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি রূপপুর প্রকল্পে রাশিয়ানদের মালিকানাধীন সাব-ঠিকাদারি প্রতিষ্ঠান এসএমইউ-১ ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে ইন্সটলার হিসেবে কর্মরত ছিলেন।

চিকিৎসকদের বরাত দিয়ে রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস বলেন, ‘ধারণা করা হচ্ছে, পাভেল হৃদরোগে আক্রান্ত হয়ে এবং টলমাচেফ ভায়াচেস্লাভ সিঁড়ি থেকে পড়ে মৃত্যুবরণ করেছেন।’

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, দুইজনের মরদেহ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এক সপ্তাহ আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে দুইদিনের ব্যবধানে দুই রুশ নাগরিকের মৃত্যু হয়। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় বারচেনকো আলেক্সেই এবং প্রকল্পের গ্রিনসিটি আবাসিক ভবনের শয়নকক্ষে ঘুমন্ত অবস্থায় মারা যান শাকিরভ আলেক্সেই নামের দুই রুশ নাগরিক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023