ধর্ষণে ব্যর্থ হয়ে গলা কেটে হত্যা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ধর্ষণে ব্যর্থ হয়ে তানিয়া আক্তার (২২) নামে এক নারীকে গলাকেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত তানিয়া বরগুনা জেলার আমতলী এলাকার সেলিম খানের মেয়ে। তিনি তার দুই বোনকে নিয়ে একই এলাকায় ভাড়া থেকে অন্যের বাড়িতে কাজ করতেন।

খবর পেয়ে পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, তানিয়ার গ্রামে বিয়ে হয়। তালাক হওয়ার পর দুই বোনকে নিয়ে আইলপাড়া ভাড়া বাসায় থাকতেন। মঙ্গলবার রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। ওইসময় কে বা কারা কেন তাকে গলা কেটে হত্যা করেছে জানা যায়নি।

তিনি বলেন, তার সঙ্গে ধস্তাধস্তি করা হয়েছে সেই আলামত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে তাকে গলা কেটে হত্যা করেছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। এ বিষয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

তিনি আরও বলেন, হত্যাকারী যেই হোক তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। মামলার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023