​ঢাবি হলে রাতভর নির্যাতনের শিকার ২ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ৮ নভেম্বর, ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের দুই শিক্ষার্থীকে রাতভর আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের একপর্যায়ে তারা হল থেকে বের হয়ে না গেলে মেরে হলের পানির ট্যাংকের উপরে ফেলে রাখার হুমকিও দেয়া হয়। রোববার রাতে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন- উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সিফাত উল্লাহ সিফাত ও আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিটিউটের অধীনে ইংলিশ ফর স্পিকারস অব আদার ল্যাঙুয়েজেস বিভাগের শিক্ষার্থী মাহমুদুর রহমান অর্পণ।

তারা দুজনেই ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের অনুসারী বলে জানা গেছে।

এর আগে ২০১৮ সালে অর্থনীতি বিভাগের দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছিলো।

সূত্র থেকে জানা যায়, রোববার রাত ২টা ৪৫ মিনিটে ওই দুই শিক্ষার্থীকে সূর্যসেন হলের ৩৫১ নম্বর রুমে ডেকে নেন সিফাত ও অর্পণ। পরে সেখানে থাকা আরও চারজন মিলে ভোর সাড়ে চারটা পর্যন্ত তাদের ওপর নির্যাতন চালান। নির্যাতনের একপর্যায়ে ‘হল থেকে বের না হয়ে গেলে তোদেরকে মেরে হলের ট্যাংকের উপরে ফালাই রাখমু’ বলে হুমকি দেন অভিযুক্তরা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সিফাত বলেন, অভিযোগ তো উঠতেই পারে। এ বিষয়ে আমার কিছু বলার নেই। এখানে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালানো হচ্ছে। সামনে ছাত্রলীগের হল সন্মেলন, আমি হলে ভালো অবস্থানে আছি তাই আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

এ বিষয়ে অপর অভিযুক্ত মাহমুদুর রহমান অর্পণকে একাধিকবার ফোন করলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

সূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. মকবুল হোসেন ভূঁইয়া এ ব্যাপারে বলেন, গতকাল রাতে কি হয়েছিল, আমরা বিষয়টি খোঁজ নিচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, হল প্রশাসনের সাথে আমার কথা হয়েছে। হল প্রশাসন দ্বায়িত্ব নিয়ে বিষয়টি দেখতেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023