নাটোরের লালপুর উপজেলার ঢুষপাড়া এলাকায় এক গৃহিণীর তিন সন্তান জন্ম নিয়েছে। তাদের মধ্যে দুটি ছেলে আর একটি মেয়ে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় গোপালপুর মুক্তার জেনারেল হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ওই তিন শিশুর জন্ম হয়।
শিশুদের মা রেখা খাতুন ঢুষপাড়া গ্রামের সাগর ইসলামের স্ত্রী।
রেখা জানান, তার স্বামী আগে পাবনা জেলার রূপপুর এলাকার ইপিজেডে চাকরি করতেন। করোনায় ওই চাকরি হারানোর পর থেকে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। এমন অবস্থায় প্রথম গর্ভজাত তিন সন্তান একসঙ্গে পেয়ে সবাই খুশি।
ওই তিন শিশুর বাবা সাগর বলেন, ‘তিন সন্তান একসঙ্গে জন্মগ্রহণ করায় আমি খুবই খুশি। এ জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুক্তার হোসেন বলেন, ‘লালপুরে এই প্রথম এক সঙ্গে তিন শিশুর জন্ম হলো। মা-শিশু চার জনই সুস্থ আছেন।’