বগুড়ার নন্দীগ্রামে উৎসবমুখর পরিবেশে জাতীয় শ্রমিকলীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়। উপজেলা শ্রমিকলীগের আহবায়ক এনামুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুকুল হোসেন, তাতীলীগ নেতা আবু নোমান, শ্রমিকলীগ নেতা আকরাম হোসেন, মুকুল হোসেন, দুলাল মিয়া, শামছুর রহমান প্রমূখ। সভাটি পরিচালনা করেন উপজেলা জাতীয় শ্রমিকলীগের যুগ্ম-আহবায়ক সানোয়ার হোসেন মিলন। আলোচনা সভা শেষে নেতারা কেক কেটে দিবসটি উদযাপন করেন।