স্টাফ রিপোর্টার, ঢাকা
২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় কারাগারে বন্দী এক ছাত্রের পরীক্ষা নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। আজ শনিবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বসে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেন ওই পরীক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘কারা কর্তৃপক্ষ থেকে আমরা বিষয়টি জানতে পারি। তাৎক্ষণিক দুইজন শিক্ষক ও একজন কর্মকর্তার মাধ্যমে কারাগারে প্রশ্ন পাঠিয়ে শিক্ষকদের উপস্থিতিতে তার পরীক্ষা নিয়েছি। এতে নির্ধারিত সময়সহ সব নিয়ম মানা হয়েছে। পরীক্ষা শেষে উত্তরপত্র নিয়ে এসেছেন শিক্ষকরা।’
প্রক্টর আরও বলেন, ‘পরীক্ষা নেওয়ার সময় ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. এসএম মাছুম বাকী বিল্লাহ, সংগীত বিভাগের সহকারী অধ্যাপক এনামুল হক এবং প্রক্টর অফিসের একজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।’
পরীক্ষায় পরিদর্শকের দায়িত্বে থাকা অধ্যাপক এনামুল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী এই শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়েছে। ভর্তি পরীক্ষার কোনো নিয়মের ব্যত্যয় ঘটেনি। সব নিয়মই ঠিকভাবে পালন করা হয়েছে।’