মুক্তজমিন ডেস্ক
রংপুর–বগুড়া মহাসড়কে চলন্ত নৈশকোচ ডিপজল এন্টারপ্রাইজে ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেরাজুল হক,এস,আই আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্সসহ পলাশবাড়ী থানা পুলিশের সহায়তায় পলাশবাড়ীর ভগবানপুর গ্রাম থেকে মমতাজ আলীর পুত্র আন্তজেলা ডাকাত দলের সদস্য পাপুল মিয়া (৩০) কে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছেন।একই ঘটনায় গত বুধবার রাতে পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের জয়পুর গ্রামে অভিযান চালিয়ে আব্দুর রহমানের পুত্র আন্তজেলা ডাকাত দলের সদস্য মেহেদী হাসান (২৮) কে গ্রেফতার করেন। এ নিয়ে ওই ডাকাতির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছেন পুলিশ। অপর দিকে সাদুল্লাপুর থানার অফিসার ইনর্চাজ মোস্তাফিজার রহমানের নিদের্শে এস,আই কল্লোল কুমার, এস,আই রাকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ১ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী জয়েনপুর গ্রামের ওসমানগণীর পুত্র ইকবাল হোসেনকে গ্রেফতার করেছেন। উল্লেখ্য যে, গত ১৭ আগষ্ট রাতে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর গামী নৈশকোচ ডিপজল এন্টার প্রাইজে সংঘবদ্ধ ডাকাতরা চালক সুপার ভাইজারকে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়ীটির নিয়ন্ত্রন হাতে নিয়ে যাত্রীদের সর্বস্ব লুটে নিয়ে সাদুল্লাপুরের ধাপেরহাট ৩২ মাইল নামক স্থানে নেমে যায়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ডাকাতির অনেক তথ্য আমাদের হাতে। বাকী আসামীদের গ্রেফতার তৎপরতা অব্যহত আছে।