আইজিপির নামে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২২ আগস্ট, ২০২১

মুক্তজমিন ডেস্ক
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয় ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে নওগাঁয় আমিরুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সদর উপজেলার খাগড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের আফসার আলীর ছেলে।

 

রবিবার (২২ আগস্ট) বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া। তিনি জানান, রাজশাহী রেঞ্জের ডিআইজির সরকারি নম্বরে হোয়াটসঅ্যাপে ইউনিফর্ম পরিহিত আইজিপি বেনজির আহমেদের ছবি যুক্ত আইডি থেকে মেসেজ আসে। ডিআইজির মোবাইলে সেভ করা আইজিপির নম্বরের কোনও মিল না থাকায় তার সন্দেহ হয়। তিনি নিশ্চিত হওয়ার জন্য ওই হোয়াটসঅ্যাপ নম্বরে কল দিলে কেউ রিসিভ করেনি। পরে বিষয়টি আইজিপিকে জানালে আইজিপি তাৎক্ষণিক ওই হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহারকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নির্দেশ দেন। জেলা পুলিশের সাইবার টিমের সভাপতি অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমানের নেতৃত্বে সাইবার টিমের সদস্যরা ওই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে শনাক্ত করে আটক করা হয়।

 

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানান, প্রায় ১০-১২ দিন আগে সে তার ব্যবহার করা হোয়াটসঅ্যাপ আইডির নাম ও ছবি পরিবর্তন করে সেখানে আইজিপির ইউনিফর্ম পরিহিত ছবি এবং আইজিপির নাম ব্যবহার করে ভুয়া এই হোয়াটসঅ্যাপ আইডি খোলেন। এরপর পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে মেসেজ পাঠান। পরে এসব ম্যাসেজের ক্রিনশট দেখিয়ে বিভিন্ন মানুষের কাছে বলে বেড়াতেন তার সঙ্গে বড় বড় কর্মকর্তাদের সম্পর্ক আছে। এভাবে সাধারণ মানুষদের সঙ্গে প্রতারণা ও এলাকায় প্রাধান্য বিস্তারের চেষ্টা করতেন।

 

পুলিশ সুপার আরও জানান, আসামিকে আদালতে তুলে সাত দিনের রিমান্ড চাওয়া হচ্ছে এবং তার বিরুদ্ধে সদর মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023