বখাটের দেয়া আগুনে ঝলসে গেল প্রাথমিক শিক্ষকের স্ত্রী-মেয়ে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২২ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

ভোলার লালমোহনে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে এক বখাটে। মেয়ের গায়ে লাগা সেই আগুন নেভাতে গিয়ে ঝলসে গেছে মায়ের শরীরও।

 

শনিবার (২১ আগস্ট) রাতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতরা ওই এলাকার বাসিন্দা ও স্থানীয় প্রাথমিক বিদ‌্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুল্ল‌্যাহর স্ত্রী ও মেয়ে।

 

আহত মা-মেয়েকে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন‌্য ঢাকায় নেয়া হচ্ছে বলে জানা গেছে।

 

আহত তরুণীর ভাই মো. আশরাফ হোসেন জানান, একই এলাকার নুরুল ইসলাম পাটোয়ারীর ছেলে মহিউদ্দিন সুমন দীর্ঘদিন ধরে তার বোনকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। তবে তাতে রাজি হননি তার বোন। আজ তার বোনকে পাত্রপক্ষ দেখতে আসে। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন সুমন।

 

এরই জেরে শনিবার রাতে তার বোনকে একা পেয়ে ঘরে ঢুকে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন বখাটে সুমন। পরে বোনকে বাঁচাতে মা গেলে তিনিও আগুনে ঝলসে যান। এরপর তার মা-বোনের চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে সুমন পালিয়ে যান।

 

পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে সেখানকার চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় নেয়া হচ্ছে।

 

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আহত তরুণীর বাবা একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023