মুক্তজমিন ডেস্ক
করোনার কারণে দীর্ঘ ৫ মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে আবারও খুলছে নাটোরের উত্তরা গণভবন এবং নাটোর রাজবাড়ি। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে নাটোরের এ দুইটি পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তবে পর্যটন কেন্দ্র দুইটিতে থাকবে স্বাস্থ্যবিধির কড়াকড়ি আরোপ। পর্যটন কেন্দ্র দুইটি খোলার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার।
তিনি জানান, করোনার দ্বিতীয় ঢেউয়ের কারনে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের ৫ এপ্রিল থেকে প্রধানমন্ত্রীর উত্তরাঞ্জলীয় বাসভবন নাটোরের উত্তরা গণভবন এবং নাটোর রাজবাড়ি দর্শনার্থীদের প্রবেশে বন্ধ ঘোষণা করা হয়।
করোনার সংক্রমণ কমে আসার কারণে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল থেকে পর্যটন কেন্দ্র দুইটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। সকাল ১০টায় জেলা প্রশাসক শামীম আহমেদ উত্তরা গণভবনে উপস্থিত থেকে পর্যটন কেন্দ্রটি উন্মুক্ত করবেন।
এর আগে, করোনার প্রথম ঢেউয়ে ২০২০ সালের ২৬ মার্চ থেকে ২০২১ সালের ৯ ফেব্রুয়ারী পর্যন্ত উত্তরা গণভবন এবং নাটোর রাজবাড়ি বন্ধ থাকে। এদিকে, দীর্ঘ বিরতির পর আবারও দর্শনার্থীদের জন্য পর্যটন কেন্দ্র দুইটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করার ঘোষণায় উচ্ছ্বাসিত কর্মচারী এবং পর্যটকরা।