সিরাজগঞ্জে বিস্ফোরক মামলায় ছাত্রদল নেতা কারাগারে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

মুক্তজমিন ডেস্ক

বিস্ফোরক মামলায় সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজের (২৮) জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

 

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ ফজলে খোদা নাজিরের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

দলীয় সূত্র জানায়, ২০১৮ সালের বিস্ফোরক আইনে করা একটি মামলার আসামি ছিলেন সেরাজুল ইসলাম সেরাজ। বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

এদিকে সেরাজুল ইসলাম সেরাজকে কারাগারে পাঠানোয় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার মুক্তি দাবি করেছেন জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ।

 

জামিন আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষে জেলা জজকোর্টর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রহমান ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023