কাঁদলেন শামীম ওসমান, বললেন ‘এটা ইবলিশ শয়তানের কাজ’
শ্মশানের মাটি দিয়ে শামীম ওসমানের বাবা-মা ও ভাইয়ের কবর মুছে ফেলার চেষ্টা!
রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৯ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

নারায়ণগঞ্জের আলোচিত সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের বাবা-মায়ের কবর মুছে ফেলার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ফতুল্লার মাসদাইর কবরস্থানে শামীম ওসমানের বাবা এ কে এম সামসুজ্জোহা, মা নাগিনা জোহা, বড় ভাই নাসিম ওসমান, দাদী আমিরুন নেচ্ছা বেগম ও আয়ানাবুন নেচ্ছা বেগমসহ অন্যান্য স্বজনদের কবর পার্শ্ববতী শ্মশানের মাটি দিয়ে ভরাট করে ফেলেছে।

সোমবার বিকেলে এ অভিযোগ তোলেন সংসদ সদস্য শামীম ওসমান।

মাসদাইর কেন্দ্রীয় সিটি কবরস্থানের পাশে রয়েছে কেন্দ্রীয় শ্মশান। এটা সংস্কার করছে সিটি করপোরেশন।

স্বজনদের কবর মুছে ফেলার চেষ্টার খবর পেয়ে সোমবার মাসদাইর কবরস্থানে ছুটে আসেন শামীম ওসমান। এসময় তিনি বলেন, আমার বাবা-মা মারা যাওয়ার পর যে পরিমাণ কষ্ট পেয়েছি তার চাইতে এখন যে ঘটনা এখন ঘটেছে তার জন্য কষ্ট কোনো অংশ কম নয়।

এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।

তিনি অভিযোগ করেন, ‘আমার বাবা, মা, ভাই, দাদীসহ অন্যান্য স্বজনদের কবর পার্শ্ববর্তী শ্মশানের মাটি দিয়ে ভরাট করে দেয়া হয়েছে।’
তিনি কাউকে দোষারোপ না করে বলেন, কোনো মানুষ এমন কাজ করতে পারে না। এটা ইবলিশ শয়তানের পক্ষেই কেবল সম্ভব। ইবলিশ ওরফে শয়তান মানুষের ভেতরে প্রবেশে করে এমন জঘন্য কাজ করিয়েছে।

শামীম ওসমান অভিযোগ করেন, এ ঘটনার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা হয়েছে। সন্তান হিসেবে আমি ব্যর্থ, বাবা-মায়ের কবরের হেফাজত করতে পারিনি। এ ঘটনার মাধ্যমে মুক্তিযোদ্ধাদের কবরের অবমানননা করা হয়েছে এমন অভিযোগ তার।

শামীম ওসমান প্রশ্ন রেখে বলেন, যারা এমন জঘন্য কাজ করেছে তাদের কাছে আমার জিজ্ঞাসা, এমন কাজ করে তাদের কি লাভ হয়েছে? এতে আমাদের কষ্ট আরো বেড়েছে। আমাদের বাবা-মা, স্বজনদের কবর সংস্কার আমরা করবো এটা আমাদের কাজ। কিন্ত মুসলমানের কবর শ্মশানের মাটি দিয়ে ভরাট করে দেয়া হবে এটা মেনে নেয়া যায় না। এটা কেউই মেনে নিবে না। আমারও চাই না কোনো মুসলমানের কবরের মাটি শ্মশনে দেয়া হোক।

শামীম ওসমান বলেন, মাটির কি এতোই অভাব যে আমার বাবা-মা, ভাই, স্বজনদের কবর শ্মশানের মাটি দিয়ে ভরাট করতে হবে?

তিনি আক্ষেপ করে বলেন, যারা এ কাজটি করছেন তাদের বলতে চাই, দয়া করে আমার আর ধৈর্য পরীক্ষা নিবেন না। আমি কাউকে দায়ী করতে চাই না। তবে আল্লাহর আজাব থেকে বাঁচার জন্য মুসলমানের কবর থেকে শ্মশানের মাটি দ্রুত সরিয়ে নেন।

তিনি বলেন, একজন মুসলমান হয়ে কে মানবে তার স্বজনের কবরে শ্মশানের মাটি দেয়া হলে?

জানা গেছে, কেন্দ্রীয় শ্মশান সংস্কার করছে ঠিকাদারী প্রতিষ্ঠান। শ্মশানের সংস্কারের পর মাটি স্তুপ রাখা হয় কবরের পাশে। পরে সেই মাটি দিয়ে শামীম ওসমানের পূর্বপূরুষ ও আশপাশের অনেক কবর ভরাট করে ফেলা হয়।

ঠিকাদার মামুন জানান, শ্মশান সংস্কার, ঘাটলা নির্মাণ ও বাউন্ডারি দেয়াল নির্মাণের কাজ সিটি করপোরেশেন থেকে পেয়েছি। কয়েকদিন আগে শ্মশানের পুকুরের পানি সরিয়ে মাটি তোলার কাজ করি। কিছু মাটি কবরস্থানের সীমানায় রাখি। এরই মধ্যে কবরস্থানে দায়িত্ব থাকা সিটি জামে মসজিদের ইমাম বদর শাহ আল কাদরী ও মোয়াজ্জিন মো: জাকারিয়া মোমেন এবং খাদেম (গোর খোদক) কবরে দেয়ার জন্য স্তুপ রাখা মাটি নিতে চাইলে আমি নিতে বলি। পরে জানতে পারি ওই মাটি নিয়ে তারা শামীম ওসমানের বাবা-মা ও স্বজনদের কবরে দিয়েছেন। আমি জানার পর তা সরিয়ে নিতে বলেছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023